বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭, ০২:০৮:৪০

মানিকগন্ঞ্জে হত্যার দায়ে যাবজ্জীবন

মানিকগন্ঞ্জে হত্যার দায়ে যাবজ্জীবন

মোঃ সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে গরু ব্যবসায়ী আজাহার মিয়াকে হত্যার দায়ে আসামি সাচ্চু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্য পাঁচ আসামি বেকসুর খালাস পেয়েছেন।


বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা দায়রা জজ মিজানুর রহমান খানের আদালত আজাহার হত্যা মামলার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাচ্চু মিয়া জেলার শিবালয় উপজেলার কাচিতারা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

সাচ্চুসহ গ্রেফতারকৃত মামলার ৬ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০১৪ সালের ০৪ অক্টোবর মধ্যরাতে গাবতলী গরুর হাট থেকে মানিকগঞ্জের বাড়িতে ফেরার পথে আজাহারকে সিংগাইর উপজেলার প্রশিকা মোড় এলাকায় পরিকল্পিতভাবে খুন করা হয়। পরদিন ভোরে সিংগাইর থানা পুলিশ তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় ০৮ অক্টোবর নিহত আজাহারের স্ত্রী আসমা বেগম ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সাচ্চু মিয়া ছাড়াও আরও পাঁচজনকে গ্রেফতার করে।

এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে