শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭, ১১:৩৭:১৩

হলি আর্টিজানে হামলার প্রধান পরিকল্পনাকারী রাশেদ গ্রেপ্তার

হলি আর্টিজানে হামলার প্রধান পরিকল্পনাকারী রাশেদ গ্রেপ্তার

নিউজ ডেস্ক: হলি আর্টিজানে হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী রাশেদকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোর ৫.৩০ মিনিটে নাটোরের সিংরা এলাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং বগুড়া জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় হামলার এই সমন্বয়কারীকে।

২০১৬ সালের ১লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারীতে হামলা করে জঙ্গিরা। এই হামলায় ২০ জন নিহত হয়। যাদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি এবং ১ জন ভারতীয় নাগরিক ছিলেন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় ৬ জঙ্গি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। এনিয়ে পরে ঢাকায় ব্রিফিং করা হবে।

হলি আর্টিজানে হামলার এই প্রধান পরিকল্পনাকারী আবু জাররা এবং র‌্যাশ নামে পরিচিত। তার বাড়ি নওগাঁ জেলার মান্ডা থানায়।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে