বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০৮:৩৬:৫৭

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কাপাসিয়ায় ব্যাপক প্রস্তুতি

 জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কাপাসিয়ায় ব্যাপক প্রস্তুতি

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ১৫ আগস্ট, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ উপজেলা শাখা’র উদ্যোগে শহরের মোল্লা টাওয়ারে আজ বৃহস্পতিবার দিনব্যাপী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আইন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মোতাহার হোসেন মোল্লা।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সুনিল বাবু, জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ সোবাহান, উপজেলা কৃষকলীগ যুগ্ম-সম্পাদক হাফিজুল হক চৌধূরী আইয়ূব, মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন, সদর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ শাকিল হাসান, এমদাদুল হক, মনির হোসেন পনির, আলাউদ্দিন প্রমূখ।

সভায় সিদ্ধান্তক্রমে ১৫ আগস্ট, জাতীয় শোক দিবসে কৃষকলীগের প্রত্যেকটি ইউনিয়ন কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ আয়োজন করা হবে।

বিকালে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সমন্বয়ে শহরের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায়  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়া, উপজেলা মহিলালীগ সভানেত্রী রওশন আরা, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা রুহিতা প্রমূখ।

উপজেলা আওয়ামীলীগের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ আগস্ট, জাতীয় শোক দিবসে প্রত্যেকটি ইউনিয়ন কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ আয়োজন করা হবে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে