বুধবার, ০৯ আগস্ট, ২০১৭, ০৫:৪৬:৩৬

ছাত্রলীগকে ‘সমুচিত জবাব’ দেয়া হবে : ছাত্র শিবির

ছাত্রলীগকে ‘সমুচিত জবাব’ দেয়া হবে : ছাত্র শিবির

রাজশাহী থেকে : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে ‘শিবির নিধন’ অভিযান চালিয়ে ১৩ শিবির নেতাকর্মীকে পিটিয়ে পুলিশে দেয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের ‘সমুচিত জবাব’ দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে ছাত্র শিবির। বুধবার বেলা ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুশিয়ারি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হাসান তারিক ও সাধারণ সম্পাদক লাবিব আব্দুল্লাহ।

বিজ্ঞপ্তিতে যৌথ বিবৃতিতে শিবির নেতারা উল্লেখ করেন, ‘সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগের দুই কর্মীর ওপর হামলার ঘটনা যাচাই-বাছাই না করে, সেটির দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে রাবিতে শিবির নেতাকর্মী ও শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি সিলেটের ঘটনার সমুচিত জবাব বলেও গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। ছাত্র শিবিরও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিবির নেতাকর্মীদের নির্যাতনের ঘটনায় ছাত্রলীগকে দ্রুত সমুচিত জবাব দেবে।’

বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ আরও বলেন, ‘কোনো কারণ ছাড়াই ঘুমন্ত ওই শিক্ষার্থীদের উপর মধ্যরাতে হামলা চালানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন শিবিরের সমর্থক, কোনো অপরাধে যুক্ত নয়। অতিথি কক্ষে নিয়ে মেধাবী শিক্ষার্থীদের পিটিয়ে পা ভেঙে দেয়া হয়েছে। অথচ হল প্রাধ্যক্ষ, প্রক্টর কিংবা আবাসিক কোনো শিক্ষক সেখানে আসেনি। পুলিশও নির্লজ্জ দর্শকের মত তা দেখেছে। যা প্রশাসনের চরম ব্যর্থতা।’

ঘটনাকে নৃশংস দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী বহিস্কারমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন ৭ বছর ধরে গোপনে কার্যক্রম চালানো সংগঠনটির নেতারা। তবে, আন্ডারওয়ার্ল্ডে থেকে শিবিরের দেয়া হুমকি-ধামকিতে মোটেও ভীত নয় বলে জানিয়েছে ছাত্রলীগ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তিন ঘন্টাব্যাপী তল্লাশি চালিয়ে রাবির শহীদ সোহরাওয়াদী হল থেকে ১৩ শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশে দেয় ছাত্রলীগ। হলের অতিথি কক্ষে নিয়ে শিবির নেতাদের বেধড়ক মারধর করা হয়। এতে দুই শিবির নেতার পা ভেঙে গেছে বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রাবির ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সিলেটে ছাত্রলীগের দুই কর্মীর উপর শিবিরের হায়েনারা যে নৃশংস হামলা চালিয়েছে, তার সমুচিত জবাব দিয়েছে রাবি ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যেকোন অপচেষ্টা রুখতে প্রস্তুত রয়েছে ছাত্রলীগ।

শিবিরের পাল্টা হুমকির বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘দুর্বৃত্তায়ন করা শিবিরের কাজ। রাতের অন্ধকারে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর আকস্মিক হামলা করে তারা লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া ওদের অভ্যাস। প্রকাশ্যে আসার সাহস নেই। ক্যাম্পাসে শিবিরের সব ধরনের অপকর্ম রুখতে ছাত্রলীগ প্রস্তুত আছে। আন্ডারওয়ার্ল্ডে থেকে দেয়া হুমকি-ধামকিতে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটেও ভীত নয়।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে