বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ০২:৫১:৪৭

সিলেটে শোক দিবসে পুলিশের উপর ছাত্রলীগের হামলা, অপরাধীকে খুজছে পুলিশ

সিলেটে শোক দিবসে পুলিশের উপর ছাত্রলীগের হামলা, অপরাধীকে খুজছে পুলিশ

রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো: সিলেট মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমনকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। পুলিশকে মারধোরের জন্য তার ও তার সহযোগীদের উপর ক্ষুব্দ সিলেটের পুলিশ সদস্যরা। এঘটনায় সিলেট কোতোয়ালি থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

পুলিশ বাদি হয়ে বুধবার মামলাটি (নং-২০) দায়ের করেছে। এতে প্রধান আসামী করা হয়েছে তানভীর সুমন। এছাড়াও অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করা হয়েছে। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সেটিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পুলিশ সদস্যকে বেদমভাবে তিনদফা পিটিয়েছেন ছাত্রলীগের এই নেতা।

আহত পুলিশ সদস্য শফি আহমদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে রিকাবীবাজারের নূরী রেস্টুরেন্টে নাস্তা করতে যান তিনি। বিল দেওয়ার সময় কাউন্টারের সামনে ম্যানেজারের সাথে তানভীর কবির চৌধুরী সুমন ও তার সহযোগিদের কথা কাটাকাটির ঘটনা দেখতে পান। ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় ম্যানেজারকে বলে শোকদিবসের কর্মসূচী পালন করে নাস্তা করতে এসেছে তাই তারা বিল দেবে না। এ নিয়ে ম্যানেজারের সাথে তাদের বাক বিতন্ডা হয়।

শফি আহমদ ঝগড়া না করে তার বিল রাখার জন্য বললে আচমকা ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি চড় থাপ্পড় মারতে থাকে। নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলেও তিনি রেহাই পাননি। মারধরের দৃশ্য রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে জানান শফি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গৌছুল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা অপরাধীদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছি। তিনি আশাবাদি খুব শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসাও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ জোরালো ভাবে কাজ করছে। কোন অপরাধীরই ছাড় নেই।

এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমনের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে