সোমবার, ২১ আগস্ট, ২০১৭, ০৫:৩৯:১৩

১৫টি গরু লুট, নিহত ২ : আতঙ্কে গরুর খামারীরা

১৫টি গরু লুট, নিহত ২ : আতঙ্কে গরুর খামারীরা

ময়মমসিংহ থেকে : তারাকান্দার পর এবার ময়মমসিংহ সদর উপজেলার চরবড়বিলা এলাকায় একটি ডেইরি ফার্ম থেকে ১০টি ষাঁড় গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। ডাকাতরা ওই ফার্মের শ্রমিক ইদ্রিস আলী’র (৩০) হাত, পা, বেধে বেধড়ক মারধোর করে।

এরপর তাকে পুকুরে ছুড়ে ফেলে হত্যা করে। আজ সকালে ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করা হয় পুকুর থেকে। পরে ডেইরি ফার্ম সংলগ্ন বাগান থেকে মুজাফফর আলী মোজা (৪৫) নামের আরেক ব্যক্তির মরদেহ উদ্ধর করে পুলিশ। ডাকাতরা ডাকাতি করতে এসে হামেল আলী (৬৫) নামের অপর এক শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেছে।    

সোমবার (২১শে আগস্ট) ভোর রাতে সদর উপজেলার ৬ নং চরঈশ্বরদী ইউনিয়নের চরবড়বিলা গ্রামে আনিস ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। পরপর ২টি গরু ডাকাতির ঘটনায় ময়মনসিংহে গরুর খামারীদের মাঝে আতঙ্ক।

স্থানীয় শহীদ মিয়া নামে এক ব্যক্তি জানায়, সোমবার ভোর রাত আনুমানিক ৩/৪ টার দিকে ডাকাতরা চরবরবিলা গ্রামের আনিসুর রহমানের একটি ডেইরি ফার্মে প্রবেশ করে। এ সময় ফার্মে থাকা এক শ্রমিককে হাত, পা, বেধে বেধড়ক পিটিয়ে ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে পুকুরে ছুড়ে ফেলে হত্যা করে তারা।

স্থানীয়রা জানান, ডাকাত দলকে প্রতিরোধ করতে গিয়ে মুজাফফর আলী মোজা (৪৫) ডাকাতদের হাতে নিহত হয়েছে। ওই সময় হামেদ আলী নামে অপর এক শ্রমিক এগিয়ে আসলে তাকেও বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে বেধে রাখে। পরে ডাকাতরা তাদের সঙ্গে থাকা একটি ট্রাকে করে ১০টি ষাঁড় গরু তুলে নিয়ে চলে যায়। এরপর সকাল বেলা হামেদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক ) হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরবড়বিলার আনিসের ডেয়রী ফার্মে এক শ্রমিককে হত্যা করে ১০টি গরু ছিনিয়ে নিয়ে গেছে। সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত ব্যাক্তিকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় একটি হত্যা মামলা ও ডাকাতি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ওদিকে, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে ময়মনসিংহের তারাকান্দায় পাহারাদারের হাত-পা ও চোঁখ বেধে ফার্মের উন্নত জাতের ৫টি গরু ডাকাতি করে নিয়ে গেছে। জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা গ্রামের ইয়েস এগ্রো ফার্মে ১০/১২ জনের একটি ডাকাত দল পাহারাদার সাইদুল ইসলামকে হাত,পা ও চোখ বেধে জিম্মি করে রেখে উন্নত জাতের বাছুরসহ ২টি গাভী ও একটি ষাঁড় গরু ডাকাতি করে ট্রাক যোগে পালিয়ে যায়।

ইয়েস এগ্রো ফার্মের মালিক মোঃ মোজাম্মেল হক জানান, সংঘবদ্ধ গরু ডাকাত চক্র পাহারাদারকে বেঁধে রেখে উন্নত জাতের বাছুরসহ ২টি গাভী ও একটি ষাঁড় গরু ডাকাতি করে নিয়ে যায়। মোজাম্মেল হক আরো জনান, ৫টি গরুর মূল্য ৭/৮ লক্ষ টাকা হবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে