শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৬:৫০

দিনাজপুরে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

দিনাজপুরে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে অবস্থিত উপমহাদেশের সর্ববৃহ‍ৎ ঈদ জামাতের নামাজ আদায় সম্পন্ন হয়েছে। নামাজ শেষে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় লাখো মুসল্লি একসঙ্গে জমায়েত হয়ে ঈদুলল আজহার নামাজ ও মোনাজাত আদায় করে এই সর্ববৃহৎ জামাতে।

এর আগে উপ-মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতে ইমামতি ও খুৎবা পাঠ করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমি। এ সময় সহকারী ইমাম হিসেবে ছিলেন পৌরসভা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জাকারিয়া।  

সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে এসে ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন। নামাজ শেষে মুসল্লিরা সবাই একে অপরের সঙ্গে কোলাকুলিতে মেতে ওঠেন। এ জামাতকে কেন্দ্র করে মাঠজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাঁশের টাওয়ার তৈরি করে র‌্যাব সদস্যদের নজরদারি করতে দেখা যায়। মাঠের চারপাশে সতর্ক অবস্থান নেয় আইন-শৃংঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।  

সিসি ক্যামেরা মাঠের বিভিন্ন প্রান্তে স্থাপন করা হয়। সাতটি প্রবেশ মুখের প্রতিটিতেই আর্চওয়ে বসিয়ে তল্লাশি চালানো হয় মুসল্লিদের।
এমটিনিউজ২৪/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে