শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩২:০২

কোরবানি করতে গিয়ে প্রাণ গেল রোহিঙ্গা দম্পতির

কোরবানি করতে গিয়ে প্রাণ গেল রোহিঙ্গা দম্পতির

বান্দরবান থেকে : মিয়ানমারের রাখাইনের নিজ বাড়িতে রেখে আসা কোরবানির গরু আনতে গিয়ে প্রাণ হারালেন এক রোহিঙ্গা দম্পতি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জলপাইতলী জিরো পয়েন্ট দিয়ে মিয়ানমারে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের গুলি করে হত্যা করে দেশটির নিরাপত্তা বাহিনী।

নিহতরা হলেন- মিয়ানমারের রাখাইনের ডেকুবনিয়া এলাকার আয়াত উল্লাহ ও তার স্ত্রী আয়েশা বেগম। দু'দিন আগে পরিবার নিয়ে ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন আয়াত উল্লাহ।

নিহতদের স্বজনেরা জানিয়েছেন, শনিবার সকালে স্ত্রীকে নিয়ে নাইক্ষ্যংছড়ির জলপাইতলী সীমান্ত দিয়ে কোরবানির গরু আনতে মিয়ানমারে যান আয়াত উল্লাহ। সীমান্ত পার হওয়ার পরই মিয়ানমারের সেনা এবং মিয়ানমার সীমান্ত বাহিনীর সদস্যারা তাদের গুলি করে হত্যা করে।

দীর্ঘক্ষণ লাশ মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে পড়ে ছিল। পরে নো-ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গারা লাশ উদ্ধার করে জিরো পয়েন্টে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই তাদের দাফনের প্রস্তুতি চলছে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা দম্পতিকে গুলি করে হত্যা করেছে। পরে জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গারা তাদের লাশ জলপাইতলীতে নিয়ে আসেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে