বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৩৫:৩০

মাইকিং করে সস্তায় ইলিশ বিক্রি !

মাইকিং করে সস্তায় ইলিশ বিক্রি !

নিউজ ডেস্ক : সরবরাহ বাড়ায় ক্রেতা আকর্ষণে লক্ষ্মীপুরের কমলনগরে মাইকিং করে বিক্রি করা হচ্ছে রুপালি ইলিশ। সস্তায় স্বাদের সে মাছ কিনতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন বাজারে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, অন্যদিনের তুলনায় বাজারে প্রচুর ইলিশ মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ীরা ২৫ থেকে ৩০ খাড়ি (ঝুড়ি) ইলিশ সাজিয়ে বিক্রি করছেন। বিক্রিও ভালো। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা মাইকিং শুনে সস্তায় ইলিশ কিনতে বাজারে এসেছেন।

স্থানীয় চর জাঙ্গালিয়া গ্রামের প্রবাসী নিজাম উদ্দিন জানান, মাইকিং করে ক্রেতাদের আকর্ষণ করা হয়েছে। ২ কেজি ৬শ গ্রাম ওজনের ৬টি ইলিশ ১ হাজার ৪০ টাকা দিয়ে কিনেছেন তিনি। প্রতি কেজি ইলিশের দাম পড়েছে ৪শ টাকা।

মাছ বাজার ইজারাদার মো. সফিক বলেন, বাজারে প্রচুর ইলিশ উঠেছে, যে কারণে মাইকিং করা হয়েছে। এতে বাজারে ইলিশের ক্রেতা বেড়েছে। বিক্রিও হচ্ছে প্রচুর। তিনি জানান, সাইজের উপর নির্ভর করে প্রতি কেজি ইলিশ ২শ ৫০ থেকে ৬শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, মেঘনা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে, বাজারে আসছে প্রচুর। দামও আগের চেয়ে কম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে