শুক্রবার, ০৬ অক্টোবর, ২০১৭, ০৭:০৬:০০

কাপাসিয়ায় সাংবাদিকদের ৩ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

কাপাসিয়ায় সাংবাদিকদের ৩ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে ৩ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী আগামীকাল শনিবার।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করবেন তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি, এমপি।

উপজেলা পরিষদ সভা কক্ষে গত বৃহস্পতিবার এ প্রশিক্ষণের শুভ উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান।

তিন দিনের অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন  বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, পিআইবি’র পরিচালনা বোর্ডের সদস্য ও দৈনিক বর্তমান পত্রিকার উপদেষ্টা সম্পাদক স্বপন সাহা । কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, প্রশিক্ষণের সমন্বয়কারী  পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস’র সিনিয়র সাংবাদিক আতাউর রহমান । গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, কাপাসিয়া ইউনিটের সভাপতি নূরুল আমীন সিকদারের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণে বিভিন্ন পত্রিকায় কর্মরত ৩৭ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে