বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭, ০১:৩০:০৪

রাখাইনে গণহত্যা রুখতে বিশ্ব মুসলিমদের এক হতে হবে : চরমোনাই পীর

রাখাইনে গণহত্যা রুখতে বিশ্ব মুসলিমদের এক হতে হবে : চরমোনাই পীর

খুলনা থেকে : মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিমকে এক প্লাটফর্মে আসার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনের ভূমিকা দৃশ্যমান নয়। এ কারণে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এ গণহত্যা রুখে দিতে হবে।  

মঙ্গলবার বিকেলে খুলনা নগরীর ডাকবাংলা মোড়স্থ সোনালী ব্যাংক চত্ত্বরে এক জনসভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা এই জনসভার আয়োজন করে।  

চরমোনাই পীর বলেন, মিয়ানমার জান্তা গণহত্যার মাধ্যমে রাখাইন রাজ্যকে মুসলিম শূন্য করার খেলায় মেতে উঠেছে। এ গণহত্যার দায়ে অং সান সু চির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দিয়ে বিচার করতে হবে। কফি আনামের সুপারিশমালার সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ইসলামী আদর্শ ছাড়া অন্য কোন সুপারিশ আজকের বিশ্বে ধোকাবাজি ছাড়া আর কিছুই না।  

জনসভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা অধ্যক্ষ মুজ্জাম্মিল হক। জনসভা পরিচালনা করেন ইসলামী আন্দোলনের নেতা শেখ মো. নাছির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করীম ও মাওলানা ইমরান হুসাইন। বিশেষ অতিধি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ্ আল ইমরান।  

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে