বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৮:৩৫:১২

স্কুল শিক্ষককে গাছের সাথে বেঁধে বেদম মারপিট

স্কুল শিক্ষককে গাছের সাথে বেঁধে বেদম মারপিট

যশোর থেকে : ছিনতাই মামলা তুলে না নেওয়ায় মশিয়ার রহমান (৩২) নামের এক স্কুল শিক্ষককে গাছে বেঁধে বেদম মারপিট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে যশোর জেলার চৌগাছা উপজেলায়।

আহত শিক্ষক উপজেলার ছোট কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং গয়ড়া গ্রামের আলতাফ হোসেন খানের ছেলে।
 
মশিয়ার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় বাড়ি থেকে পাশের বাজারে যাওয়ার সময় একই গ্রামের সাবেক মেম্বার আতাউল হকের নেতৃত্বে মুন্তাজ আলী, শুকুর আলী, মজনু, রোস্তম, শামীম ও শামনুর তার পথরোধ করেন। তাদের নামে চৌগাছা থানায় দায়ের করা ছিনতাই মামলা তুলে নিতে বলেন।
 
মশিয়ার অস্বীকার করলে শুরু হয় মারপিট। এক পর্যায় তাকে গাছে বেঁধে বেদম মারপিট করা হয়। এসময় মশিয়ারের স্ত্রী রুমা, মা মোমেনা বেগম ও প্রতিবেশী ফিরোজ খান ঠেকাতে এলে তাদেরও মারপিট করেন তারা। বর্তমানে মশিয়ার এবং তার স্ত্রী ও মা চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
জানা যায়, মশিয়ারের ভাই জিয়াউর রহমান গত ৫ অক্টোবর উল্লেখিত দুর্বৃত্তদের নামে চৌগাছা থানায় একটি ছিনতাই মামলা করেন।
 
চৌগাছা থানার সেকেন্ড অফিসার আকিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। তবে এবিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে