শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ০৫:৪৫:৪৪

সীমান্তে ভারতীয় দুই যুবককে আটক করেছে বিজিবি

সীমান্তে ভারতীয় দুই যুবককে আটক করেছে বিজিবি

দিনাজপুর থেকে :   অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় দুই যুবককে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ'র কাছে হস্তাস্তর করেছে বিজিবি।

শুক্রবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে দাউদপুর সীমান্তের মেইন পিলার ২৯০/২৬ এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। আটকরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ধলপাড়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের সাদ্দাক হোসেনের ছেলে আমজাদ হোসেন (১৬), একই গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে রবিউল ইসলাম (২৪)।

দাউদপুর সীমান্তের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কমান্ডার নায়েক আসলাম ফোর্স নিয়ে দক্ষিণ দাউদপুর সীমান্তের মেইন পিলার ২৯০ এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় সীমান্তের ২৬-২৭ সাব পিলার থেকে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দুই ভারতীয় যুবক রবিউল মন্ডল (২৪) এবং আমজাদ হোসেন (১৬) অবৈধভাবে ঢুকে পড়ে। পরে তাদের আটক করা হয়।

এরপর শুক্রবার সীমান্তের মেইন পিলার ২৯০/২৬ এস পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের বিএসএফ'র কাছে হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের বিজিবি'র-২৯ ব্যাটালিয়নের দাউদপুর বিজিবি ক্যাম্প কমান্ডার ইসমাঈল হোসেন এবং ভারতের ভীমপুর ক্যাম্পের পরিদর্শক সংগ্রাম রায় উপস্থিত ছিলেন।

২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খন্দকার সাইফুল আলম দুই ভারতীয় যুবক আটক ও পতাকা বৈঠকের পর বিএসএফ'র কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে