সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৯:৩০:৫০

ঈশ্বরদীর বাঁশেরবাদা প্রাইমারিতে বৃক্ষরোপণ উৎসব

ঈশ্বরদীর বাঁশেরবাদা প্রাইমারিতে বৃক্ষরোপণ উৎসব

ঈশ্বরদী থেকে: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবার পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে সাড়ে তিনশত গাছ রোপণ করেছে। মূলত স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিল গেল দু’বছর আগে জলবায়ুর প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে টিফিনের টাকা বাঁচিয়ে বৃক্ষরোপণের যে অভিনব স্বেচ্ছাসেবী আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনের অংশ হিসেবেই সোমবার বাঁশেরবাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করেছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ২০১৫ সালে ‘একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে গাছ রোপণ’-এর এই অভিনব থিম আবিষ্কার করেন অদম্য তরুণ সাংবাদিক জুবায়ের আল মাহমুদ রাসেল। তিনি মূলত ২০১০ সাল থেকে সৃজনশীল মানুষ গড়তে বিভিন্ন স্কুলে বইপড়ার আন্দোলন শুরু করেন। এরপর ২০১৫ সাল থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতন করার মাধ্যমে একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে গাছ রোপণ শুরু করেন। যা এখন বৃক্ষরোপণ উৎসবে পরিণত হয়েছে।

সবশেষ সোমবার পাবনা জেলার বাঁশেরবাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।এতে ওই বিদ্যালয়ের তিনশতাধিক শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন শিক্ষকমন্ডলী এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরাও।

বৃক্ষরোপণ উৎসব সম্পর্কে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ‘চলতি বছরের শুরুর দিকে আলোর মিছিলের প্রতিষ্ঠাতা জুবায়ের আল মাহমুদ ঈশ্বরদীর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সহযোগিতায় ঈশ্বরদীর সাঁড়া মারোয়ারি স্কুল এণ্ড কলেজে সেমিনার করেছিলেন। ওই সেমিনারে অংশ নিয়েই মূলত আমি একদিনের টিফিনের টাকায় গাছ রোপণের এই থিম সম্পর্কে জানতে পারি। থিমটি আমার ভীষণ পছন্দ হয়েছে। পরে স্কুলে এসে আমি অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করি। তারাও পছন্দ করে এবং এ কারণে আজকের উৎসবে শিক্ষার্থীরা যেমন স্বতস্ফুর্তভাবে অংশ নিয়েছে, তেমনি শিক্ষকরাও।’
বৃক্ষরোপণ উৎসব সম্পর্কে আলোর মিছিলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক জুবায়ের আল মাহমুদ জানান, ২০১৫ সাল থেকে শুরু হওয়া বৃক্ষরোপণ আন্দোলনের মাধ্যমে এখন পর্যন্ত অন্তত দেড় লাখ গাছ রোপণ হয়েছে।
তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহযোগিতার মাধ্যমে এ বছর তিনি তার সবুজায়ন আন্দোলন রাজশাহীর বাঘা ও চারঘাট, পাবনার ঈশ্বরদী ও নাটোরে বড়াইগ্রাম উপজেলায় ছড়িয়ে দিতে পেরেছেন। এ কারণে ২০১৫ সালে ১৭ হাজার এবং ২০১৬ সালে ৩০ হাজার গাছ রোপণ হলেও এবছর উল্লেখিত এই চার উপজেলায় অন্তত লক্ষাধিক গাছের চারা রোপণ হয়েছে।

আগামীতে তিনি এই আন্দোলন দেশব্যাপি ছড়িয়ে দিতে চান বলেও জানান। এ কারণে এরই মধ্যে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এই সবুজায়ন আন্দোলন বিষয়ে আলোচনা করছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন।
এমটি নিউজ/প্রতিনিধি/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে