শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭, ১১:৩১:০৯

বইতে শুরু করেছে শীতের হাওয়া

 বইতে শুরু করেছে শীতের হাওয়া

নিউজ ডেস্ক : কার্তিকের মাঝামাঝি আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে দিনাজপুরে। দিনের বেলায় এর প্রভাব বুঝা না গেলেও সন্ধ্যা লাগার পর থেকে শীতের আমেজ অনুভব হয়। চলে সকাল ৮টা পর্যন্ত। শহরের মোড়ে মোড়ে বা রাস্তার ধারে ঐতিহ্যবাহী শীতের ভাপা-পুলি পিঠার দোকান নিয়ে বসেছে মৌসুমী দোকানিরা। জনপ্রিয় এ খাবারের স্বাদ নিতে ভিড় করছে নানা বয়সের মানুষ। এদিকে শীতের প্রকোপ বৃদ্বি পাওয়ার আগে শিশুদের ব্যাপারে সাবধানতা নিতে পরামর্শ চিকিৎসকদের।

সন্ধ্যা নামলেই উত্তরের জনপদ দিনাজপুরে ঠাণ্ডা হাওয়া জানান দেয় শীতের আগমনী। কুয়াশা আর শিশির ভেজা ধানের শীষ সৃষ্টি করে প্রকৃতির অপরূপ শোভা। রাতে তাপমাত্রা কমতে শুরু করায় শীতের তীব্রতা বাড়ছে। তার সাথে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে হিমালয়ের পাদদেশের এ জনপদের। হেমন্তের শীতল আবহাওয়ায় সব বয়সের মানুষ স্বাদ নিতে ভিড় করে ভাপা পিঠা পুলির দোকানে। আর ঠাণ্ডার কারণে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শীতজনিত রোগে শিশুরা যেন আক্রান্ত না হয় এ জন্য সাবধানতা অবলম্বন করতে পরামর্শ এই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ ওয়ারেস আলী সরকার বলেন, '

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে শীতের প্রকোপ বাড়বে। দিনাজপুরে ১৩টি উপজেলার ৩১ লাখ মানুষের মধ্যে দরিদ্র ও ছিন্নমূলদের জন্য জেলা প্রশাসনের কাছে ৩০ হাজার শীত বস্ত্র রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে