রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ০৯:০০:১৩

ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, সজাগ দৃষ্টি রাখুন: বঙ্গতাজ কন্যা রিমি এমপি

ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, সজাগ দৃষ্টি রাখুন: বঙ্গতাজ কন্যা রিমি এমপি

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ সহ জাতীয় চার নেতার ৪২তম সাহাদাত বার্ষিকী ও জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল রোববার বিকালে আমরাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রায়েদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সভাপতি সফিকুল হাকিম মোল্লা হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাদলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ্, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রায়েদ ইউপি চেয়ারম্যান প্রবীন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হাই, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ূম ভূঁইয়া, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রওশন আরা সরকার, সহ-সভানেত্রী কামরুন নাহার রিনা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা রুহিতা প্রমূখ।

তাজউদ্দীন আহমদের সাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর নিজ এলাকা উপজেলার রায়েদ ইউনিয়নের স্মরণ সভায় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি তাঁর পিতা তাজউদ্দীন আহমদের দীর্ঘ স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তাজউদ্দীন আহমদ স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বঙ্গবন্ধু যখন পাকিস্তানি কারাগারে বন্দি ছিলেন, তখন তাঁর অবর্তমানে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছেন।

তিনি স্বাধিন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী ছিলেন। দেশ, জাতীয় ও সমাজের প্রতি দায়বদ্ধতা স্বিকার যে ব্যক্তিটি জীবন বাজি রেখে স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছেন, অথচ তাঁকে জেলখানায় নির্মম ভাবে হত্যা করা হয়েছে।

ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, তাই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। তাজউদ্দীন আহমদ যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, সে আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আগামী সংসদ নির্বাচনে দলীয় নেতা-কমীদের সকল বেধাবেধ ভুলে কাজ করার উদাত্ত আহবান জানান।        
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে