সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭, ১১:৩২:৩৩

যশোরে দৃষ্টিনন্দন শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন ও তিন দিনব্যাপী উৎসব শুরু

যশোরে দৃষ্টিনন্দন শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন ও তিন দিনব্যাপী উৎসব শুরু

শোভন ব্যানার্জী, যশোর থেকে : যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে অনুপম স্থাপনা ও দৃষ্টিনন্দন স্থাপত্য নকসায় নির্মিত হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির। তাই মন্দিরের সৌন্দর্য ও মিশনের শোভাকে করেছে অতুলনীয়। সোমবার ২৭ নভেম্বর সেই মন্দিরের উদ্বোধন হয়েছে।

পাশাপাশি এই মন্দিরকে ঘিরে তিন দিনব্যাপী উৎসর্গ উৎসব শুরু হয়েছে। সকাল ৮ টায় শ্রীরামকৃষ্ণদেবের পূজা, বাস্তুপূজা ও হোমযজ্ঞের মাধ্যমে শুরু হয় এ উৎসব।

নান্দনিক এ মন্দির নির্মাণের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার বিশ্বাস ও সহ-তত্ত্বাবধায়ক পঙ্কজ দে জানান, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দের সার্বিক নির্দেশনায় মন্দিরের ডিজাইনার ছিলেন যশোর ইইডির সাবেক সহকারী প্রকৌশলী ধনঞ্জয় বিশ্বাস। তিনি জানান, ভক্তবৃন্দের আর্থিক সহায়তায় যশোরের বুকে দৃষ্টিনন্দন স্থাপত্য নকসায় নির্মিত হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির।

যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ জানান, তিন দিনব্যাপী এ উৎসবে মাঙ্গলিক পূজাপর্ব ছাড়াও, প্রসাদ বিতরণ, বিষয়ভিত্তিক আলোচনা সভা, স্থানীয়, দেশী ও বিদেশী শিল্পীদের পরিবেশনায় সাস্কৃতিক অনুষ্ঠান হবে।

এদিকে উৎসবের প্রথম দিন বিকালে ‘মন্দিরের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। বিশেষ অতিথি জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও বাংলাশে পূজা উদযাপন পরিষদের সহসভাপতি মিলন কান্তি দত্ত।

সভাপতিত্ব করেন ভারতের কোলকাতা বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। সন্ধ্যায় নব-নির্মিত মন্দিরের অধিবাস ও পূজাপর্ব শুরু হয়। একই সাথে স্থানীয় শিল্পীদের নৃত্যানুষ্ঠান ও কোলকাতা দুরদর্শনের শিল্পী নয়ন রঞ্জন মুখোপাধ্যয়ের সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।

মঙ্গলবার উৎসবের দ্বিতীয় দিন সকাল সাতটায় শ্রীমন্দির পরিক্রমা ও উদ্বোধন করবেন বেলুড় মঠের সহ সঙ্ঘাধ্যক্ষ স্বামী সুহিতানন্দজী মহারাজ। সকাল আটটায় শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা পূজা। সকাল ৯টায় সম্প্রীতি শোভাযাত্রা। সকাল ১০টায় ‘বিশ্ব শান্তিতে শ্রীরামকৃষ্ণের বাণী শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার এমপি।

সভাপতিত্ব করবেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। আলোচনা শেষে দুপুর ১টায় প্রসাদ বিতরণ। দুপুর ২টায় কোলকাতা দুরদর্শনের শিল্পী সুকুমার বাউরী পরিবেশন করবেন বাউল গান।

বিকাল ৩টায় ভারতের বিহারের পাটনা রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক সুখানন্দ মহারাজ পরিবেশন করবেন ‘রামচরিতমানস’। বিকাল ৪টায় ‘শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি যশোর ৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সভাপতিত্ব করবেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী ও চন্দনা মজুমদার।

বুধবার সমাপনী দিনে সকাল সাড়ে ৯টায় ‘স্বামী বিবেকানন্দ ও সেবাযোগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। সভাপতিত্ব করবেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী পরদেবানন্দজী মহারাজ। এদিনের সম্মানিত অতিথি যশোর ৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।

বিকাল ৪টায় ‘শতরূপে শ্রীমা সারদা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। সম্মানিত অতিথি ঢাকা ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। বিশেষ অতিথি পুলিশ সুপার আনিসুর রহমান। সন্ধ্যার পর সংগীত পরিবেশন করবেন কোলকাতা দুরদর্শনের স্বনামধন্য কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা ও শ্রীকুমার চট্টপাধ্যায়।  

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে