বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭, ১২:৪৮:১২

নরসিংদীতে ঘুষের টাকা সহ সরকারী ২ কর্মকর্তা দুদকের হাতে আটক

নরসিংদীতে ঘুষের টাকা সহ সরকারী ২ কর্মকর্তা দুদকের হাতে আটক

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ঘুষের টাকা সহ সরকারী ২ কর্মকর্তা দুদকের হাতে আটক হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে আটকা পড়েছেন নরসিংদী জেলা হাসপাতালের প্রধান সহকারী আশরাফুল ইসলাম সুমন ও প্যাথলজি সহকারী রেজাউল করিম। নগদ ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে তাদের গ্রেফতার করেছে দুদক।

মঙ্গলবার বিকালে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রধান সহকারীর নিজ কক্ষ থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। দুদক পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দুদক ঢাকা-২ উপপরিচালক মোর্শেদ আলম জানান, নরসিংদী জেলা হাসপাতালের কাপড় ধোলাই কাজের বিল উত্তোলন ও পরে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের মালিক নাছির মিয়ার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন ওই কর্মকর্তা।
এর আগে দুই দফায় প্রধান সহকারী আশরাফুল ইসলাম এক লাখ ত্রিশ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে বাকি এক লাখ টাকা ঘুষ চাইলে দুদকের সহায়তা নেন ওই ব্যবসায়ী। দুদক দুপুর আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে