শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩৬:৪৩

পলাশে ছাত্রলীগের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পলাশে ছাত্রলীগের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৯৪ জন ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গজারিয়া ইউনিয়নের ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। বৃত্তি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ( বিএফএ)এর পরিচালক আল-মুজাহিদ হোসেন তুষার।

গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ইফতি সাংবাদিকদের জানান, ২০১৭ সালের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে উৎসাহিত করার  জন্য প্রতিযোগিতা মূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এবারই প্রথম উপজেলার ইউনিয়ন ভিত্তিক ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তাদের মধ্যে প্রতিযোগিতা করে উত্তিন্ন মেধাবী শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সহযোগীতায় বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি পরীক্ষাকে সফল করার লক্ষে আমার সাথে সহযোগিতা করছেন, ইউসুফ আহম্মেদসহ আমাদের অনেক নেত্রা কর্মী।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে