সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৩:১৬

ফুটবল খেলার আনন্দ সর্বত্র ছড়িয়ে দিতেই গোল্ডকাপ টুর্ণামেন্ট

ফুটবল খেলার আনন্দ সর্বত্র ছড়িয়ে দিতেই গোল্ডকাপ টুর্ণামেন্ট

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: ফুটবল খেলার আনন্দ সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় চলছে উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রতিটি খেলা। আজ সোমবার বিকালে পলাশ উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে চরসিন্দুর স্কুল মাঠে গ্রুপ-বি এর  ফিকচার খেলা ফুটবল টুর্ণামেন্টর ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফুটবল প্রেমী মানুষের হাজার ও জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে পারুলিয়া সাধুর বাজারের তিতুমীর সংঘ ২-০ গোলে কে,বি স্পোটিং ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে তিতুমীর সংঘের ১০ নম্বর জার্জি পরিহীত খেলোয়ার এভেল প্রথম গোল করেন। পরে ৬০ মিনিটের মাথায় তিতুমীর সংঘের ৭ নম্বর জার্জি পরিহীত অন্যতম খেলোয়ার সায়মন দ্বিতীয় গোলটি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশের সাবেক সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  আল্-মুজাহিদ হোসেন তুষার, চরসিন্দুর ইউনিয়ন চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন রতন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক প্রমুখ।

এদিগে সেমি ফাইনাল ফুটবল খেলা আগামী ৭ ও ৮ ডিসেম্বর উপজেলার কো-অপারেটিভ স্কুল মাঠে গ্রæপ-এ ফাইনালিস্ট বনাম গ্রæপ-সি ফাইনালিস্ট, কামার পাড়া ক্রীড়া চক্র বনাম ফ্রেন্ডস জাগরণী সংসদ । গ্রুপ-বি ফাইনালিস্ট বনাম গ্রæপ-ডি ফাইনালিস্ট, শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম তিতুমীর সংঘের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত্ব হওয়ার কথা রয়েছে।

প্রথমবারের মতো পলাশ উপজেলায় বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রতিটি খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমি হাজার হাজার দর্শক খেলা দেখতে মাঠের চার পাশে জমায়েত হতে দেখা যাচ্ছে। দর্শকের আনন্দকে বাড়িয়ে দিতে সুন্দর মনমুগ্ধ ভাবে পুরো খেলায় ধারাভাষ্য করেন নরসিংদী জেলার ক্রীড়া সংস্থার ভাষ্যকার হাফিজ খান ও সোলাইমান গাজী।
এমটি নিউজ/ প্রতিনিধি/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে