শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ০১:২০:৫২

পলাশে ব্যতীক্রমধর্মী উদ্যোগে চলছে বিজয় দিবসের আয়োজন

পলাশে ব্যতীক্রমধর্মী উদ্যোগে চলছে বিজয় দিবসের আয়োজন

সাইফুল ইসলাম: নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আর ৪ দিনের এই অনুষ্ঠানকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে বলে পলাশ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বুধবার থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর-১৫ ডিসেম্বর) পর্যন্ত ১ম ভাগে আজ বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মুক্তিযুদ্ধ ও আমাদের শিশু-কিশোর’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমক ভাবে পালিত হয়েছে।

১৪ ডিসেম্বর বিকেল ৪টায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ভাবে পালিত হয়েছে ।

আজ ১৫ ডিসেম্বর বেলা আড়াইটায় পলাশ উপজেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা। সন্ধ্যা ৬টায় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

২য় ভাগে আগামি ১৬ ডিসেম্বর প্রত্যুষে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৭টায় পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে স্মৃতিসৌদে পুষ্পস্তবক অর্পণ।

সকাল সাড়ে ৮টায় পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ-আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লসগাইড ও বিভিন্ন স্কুল,-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রী কর্তৃক কুচকাওয়াজ ও শারীরচর্চা প্রদর্শন। বেলা সাড়ে ১১টায় পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা।

বাদ জোহর পলাশ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও স্ব-স্ব ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদ/আত্মদানকারী/ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও প্রার্থনা। বিকেল ৩টায় উপজেলার আবাসিক এলাকা মাঠে মহিলাদের জন্য ক্রীড়া অনুষ্ঠান। বিকেল সাড়ে ৩টায় একই মাঠে উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা কাবাডি প্রতিযোগিতা।

বিকেল সাড়ে ৫টায় পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীয় ব্যবহার ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উল্লেখিত দিনের মধ্যে থাকছে উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা এবং শহরের বিভিন্ন মোড়ে মোড়ে থাকবে মুক্তিযুদ্ধের বিজয়ের চেতনা সমৃদ্ধ ব্যানার-ফেস্টুন-তোরণ।

এ সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি। অনুষ্ঠানের সভাপতি ইউএনও ভাস্কর দেবনাথ বাপ্পি জুমবাংলাকে জানান, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।

তিনি আরো জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পবৃন্দ। সংগীত পরিবেশন করবেন হাবিব ওয়াহিদ, ক্লোজআপ ওয়ান তারকা কিশোর ও রন্টি দাস। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এটিএন বাংলার স্বনামধন্য উপস্থাপিকা।
এমটি নিউজ/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে