শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৬:৪৮

রাঙ্গা রংপুর ত্যাগ না করলে কঠোর আন্দোলন: মহানগর আওয়ামী লীগ

রাঙ্গা রংপুর ত্যাগ না করলে কঠোর আন্দোলন: মহানগর আওয়ামী লীগ

নিউজ ডেস্ক :  জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এবং রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাপার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান রাঙ্গা রংপুরে অবস্থান করায় বিক্ষোভ করেছে মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার বিকেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও শেষে শহরের জাহাজ কোম্পানি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল অভিযোগ করে বলেন, নির্বাচনী আইন অমান্য করে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা রংপুরে অবস্থান করছেন। এছাড়া তাকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাপার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয়েছে এবং তার সফরসূচিতে ভোটকেন্দ্র পরিদর্শনের কথা উল্লেখ রয়েছে।

বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করে দুই ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। এসময়ের মধ্যে মশিউর রহমান রাঙ্গা রংপুর ত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে