শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০১৮, ০৮:১৮:৫৩

শপথ করলেন ১০৮ জন মাদকব্যবসায়ী

শপথ করলেন ১০৮ জন মাদকব্যবসায়ী

নিউজ ডেস্ক: ১০৮ জন মাদকব্যবসায়ী ও মাদকসেবীকে মাদকমুক্ত করার শপথ বাক্য পাঠ করালেন স্বরাষ্ট্রমন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাউনিয়া পীরগাছা ৪ আসনের এমপি টিপু মুনসি। শপথ বাক্য পাঠের পাশাপাশি পূর্ণবাসনের লক্ষে ৩৫ জনের মাঝে রিক্সা ভ্যান বিতরণ করা হয়। এসময় টিপু মুনসি বলেন, যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। তরুণ ও যুব সমাজ আজ মাদকের করাল গ্রাসে শেষ হয়ে যাচ্ছে। তরুণ ও যুব সমাজকে বাঁচাতে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে মাদকমুক্ত করতে হবে।

মাদকমুক্ত করতে পারলে যুব সমাজকে রক্ষা করা সম্ভব। এজন্য মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের কোনভাবে ছাড় না দেয়ার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহবান জানান। গতকাল নগরীর রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৮ নং ওয়ার্ডের সোনার চাঁদ নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদকসেবীদের আত্মসমর্পণ, বাল্যবিবাহ বিরোধী ও জঙ্গিবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান বক্তা ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম। রংপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা ও বিভাগের কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়কারী সুশান্ত ভৌমিক। বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনার রশীদ মানিক মাষ্টার, ৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মনির হোসেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে