রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৫:৩৫

নতুন ডিসিকে ১৪ কেজি ওজনের কাতল মাছ উপহার

নতুন ডিসিকে ১৪ কেজি ওজনের কাতল মাছ উপহার

উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার সফল ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষকরা নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিনকে ১৪ কেজি ওজনের একটি কাতল মাছ উপহার দিয়েছেন। রোববার বিকেলে মাছটি জেলা প্রশাসকের হাতে তুলে দেন কৃষকরা। এ সময় কৃষিতে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি ঈশ্বরদীর সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল কৃষক ছিদ্দিকুর রহমান, বেলী বেগম, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম গাজর জাহিদ, রাজিব মালিথা পোল্ট্রি রনি, আলহাজ রবিউল ইসলাম, চ্যানেল আইয়ের পাবনা প্রতিনিধি আক্তারুজ্জামান, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর আবুল হাসেম, সিআইজি ঈশ্বরদী শাখার সভাপতি মুরাদ মালিথা, পোল্ট্রি চাষি আলহাজ আব্দুল হাকিম, মৎস্য চাষি আবু তালেব জোয়াদ্দার, মৎস্য চাষি কবির মালিথা, সুলতানা ইয়াসমিন শিল্পী, সোলায়মার হোসেন, সাইদার হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মো. জসিম উদ্দিন যোগদান করেন। তিনি পাবনার ১৪১তম জেলা প্রশাসক।-জাগো নিউজ
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে