মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৭:০২

এই শীতে বিএনপি কোথায়?

এই শীতে বিএনপি কোথায়?

পঞ্চগড় : বিএনপি কথার রাজনীতি করে আর আওয়ামী লীগ করে কাজের রাজনীতি। আমরা এসেছি শীতার্তদের জন্য কম্বল নিয়ে। আমরা কাজ দেখিয়ে ভোট নিতে চাই। তবে এই শীতে বিএনপি কোথায়? তারা আসবেন শেষে, ফটোসেশন করতে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলে শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কক্সবাজারে রোহিঙ্গা আর উত্তরাঞ্চলের বন্যায় বিএনপি মহাসচিব শুধু ফটোসেশন করেছিলেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপি কেন নির্বাচনে আসতে চায় না তা আমরা জানি। তারা জানে জাতীয় নির্বাচন রংপুরের মতই সুষ্ঠু হবে। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি আবোল-তাবোল বকছে।

ওবায়দুল কাদের বলেন, রংপুরের মতই জাতীয় নির্বাচন অবাধ, স্বাধীন ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে শেখ হাসিনা সরকার সব ধরনের সহযোগিতা করবে। এখানে ফখরুল সাহেবদের ভয় পাওয়ার কিছু নেই।

তিনি বলেন, শেখ হাসিনা মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করেন না। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততোদিন কোন লোক কষ্ট করবে না। আপনাদের কথা ভেবেই তিনি এই কম্বল দিয়ে পাঠিয়েছেন। এখানেই শেষ নয় তিনি যতদিন থাকবেন ততোদিন সাহায্য পাবেন।

বিলুপ্ত ছিটমহলবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা স্বাধীন দেশের নাগরিক। এই শীত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে। শীতের শুরুতেই এই জেলায় ২৮ হাজার কম্বল পৌঁছেছে। আরো সাড়ে ৫ হাজার কম্বল এবং ১১ লাখ টাকা পঞ্চগড়ের মানুষের জন্য নিয়ে এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাংসদ সদস্য নাজুমল হক প্রধান প্রমুখ।

এ সময় শীতার্তদের প্রত্যেককে একটি করে কম্বল নগদ ২শ’ টাকা প্রদান করেন মন্ত্রী। পরে তিনি বোদা হাইস্কুল মাঠে কম্বল বিতরণ শেষে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে