বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ০৯:২৩:১৫

অস্ত্রধারী নিয়াজুলকে নিয়ে শামীম-আইভীর পাল্টাপাল্টি অভিযোগ

 অস্ত্রধারী নিয়াজুলকে নিয়ে শামীম-আইভীর পাল্টাপাল্টি অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গতকাল (মঙ্গলবার) দু'পক্ষের সংঘর্ষের ঘটনা, কোন রাজনৈতিক রেষারেষির কারণে ঘটেনি। হকার উচ্ছেদের সময় এ সংঘর্ষ হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন সংসদ সদস্য শামীম ওসমান।

এদিকে, অপর এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিলো। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। বুধবার দুপুরে আলাদা দুটি সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হকার উচ্ছেদ নিয়ে বুধবার নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভী ও ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান পক্ষের সংঘর্ষের পর বৃহস্পতিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন দু'জন।

সিটি করপোরেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইভী দাবি করেন, সংঘর্ষের সময় সন্ত্রাসী নিয়াজুল তাকে হত্যার জন্যই অস্ত্র নিয়ে এগিয়ে এসছিলো। কিন্তু আইভির সমর্থকদের কারণে সে ধরা পড়ে যায়। আইভি জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদ পূর্ব ঘোষিত এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থাও নেয়া হয়েছিলো। কিন্তু সংসদ সদস্য শামীম ওসমান অযাচিতভাবে হকার বসানোর ঘোষণা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছেন।

সেলিনা হায়াত আইভী বলেন, 'প্রায় এক থেকে দেড়শ' মানুষ আহত হয়েছে। আমি নিজেও, আমার ভাই, মামা, ভাগ্নে এবং কাছের কর্মীদের মুখ চিনে চিনে মারা হয়েছে। আপনারা দেখেছেন যে, কিভাবে নিয়াজুল আমাকে হত্যা করার জন্য পিস্তল নিয়ে এগিয়ে এসেছে। সেখানে কি একটা মামলা হবে না, আমাকে এভাবে হত্যা করতে চাইলো।'

এদিকে, অপর এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্য শামীম ওসমান দাবি করেন, রাজনৈতিক রেষারেষি নয় হকার উচ্ছেদ নিয়েই এ সংঘর্ষ হয়েছিলো। হকারদের পক্ষে নিজের শক্ত অবস্থানের কথাও জানান তিনি।

শামীম ওসমান বলেন, 'এখন একটা জিনিস সাজানো হলো যে, নিয়াজুল শামীম ওসমানের কর্মী। নো, নিয়াজুল আমাদের কর্মী ছিলেন। নিয়াজুল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একটা মার্কেটের মালিক। নিয়াজুলকে প্রথমে দশ মিনিট ধরে মারা হয়েছে। আমার কাছে ফুটেজ আছে। তিন দফা তাকে মারা হয়েছে কিন্তু সে অস্ত্র বের করে নাই। চতুর্থ দফায় তার লাইসেন্স করা অস্ত্র সে বের করেছে।'

তিনি আরও বলেন, 'এটা হকারদের ব্যাপার। আমি গরিব মানুষের পক্ষ নিয়েছি, এটাই আমার সন্তুষ্টির জায়গা।

মঙ্গলবার বিকেলে, মেয়র আইভীকে নিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন। এসময় তাদের বাধা দেন হকাররা। এক পর্যায়ে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। এসময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে হকাররা। পরে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে দু'পক্ষকেই ছত্রভঙ্গ করে পুলিশ।

২৫ শে ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদে অভিযান শুরু করে সিটি করপোরেশন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে