শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:১৬:০১

এইমাত্র পাওয়া খবর: স্থলমাইন বিস্ফোরণ, দুই পা বিচ্ছিন্ন আওয়ামী লীগ নেতার

এইমাত্র পাওয়া খবর: স্থলমাইন বিস্ফোরণ, দুই পা বিচ্ছিন্ন আওয়ামী লীগ নেতার

নিউজ ডেস্ক: এইমাত্র পাওয়া খবর, মিয়ানমার সেনাদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বদিউর রহমান (২৩) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
 
উপজেলার ছনখোলা এলাকায় ৪৩নং পিলারের কাছে শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
 
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, বদিউর রহমান শনিবার দুপুরে ৪৩নং পিলারের কাছে জমি চাষাবাদ ও দেখাশোনা করে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মিয়ানমার সেনাদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বদিউরের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
 
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল জানান, স্থলমাইন বিস্ফোরণে স্থানীয় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে