বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৫৮:২১

রায় ঘোষণার পর কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি ব্যাপক সংঘর্ষ

রায় ঘোষণার পর কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি ব্যাপক সংঘর্ষ

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর বিকেল পৌনে ৩টার দিকে শহরের আখড়াবাজার পিটিআই এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় পুলিশের একটি পিকআপকে ধাওয়া করে তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা।

শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় ইট-পাটকেলে কয়েকজন আহত হয়। পরে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে মিছিলকারীদের হটিয়ে দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বিকেলে রায় ঘোষণার পর শহরের পুরান থানা এলাকায় একটি পিকআপ ভাঙচুর ও একরামপুরে একটি অটোতে আগুন দেয় দুর্বৃত্তরা। যদিও যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিজিবি, র‌্যাব-পুলিশসহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং তার বড় ছেলে তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডবিধি ১০৯ ও ৪০৯ ধারায় খালেদা জিয়াসহ বাকিদের সাজা দেয়া হয়। বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা কমানো হয় বলে রায়ে উল্লেখ করেন আদালত।

বিশেষ আদালতে খালেদা জিয়ার আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বর্তমান সভাপতি জয়নুল আবেদীন, মীর নাসির উদ্দীন, নিতাই চন্দ্র রায়, সানাউল্লাহ মিয়া, আজিজুর রহমান খান বাচ্চু, আমিনুল ইসলাম ও জয়নুল আবেদীন মেজবাহ উপস্থিত রয়েছেন।

এ ছাড়া দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল, রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট খন্দকার আব্দুল মান্নান, মীর আবদুস সালাম প্রমুখও উপস্থিত হয়েছেন। বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ রায় দেন।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার গত ২৫ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান রায়ের জন্য দিন ঠিক করেন ৮ ফেব্রুয়ারি। উল্লেখ্য, ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি করে।
 
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে