মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৩৭:০২

টেকনাফে অস্ত্রসহ মিয়ানমারের ৪ বিজিপি সদস্য আটক

 টেকনাফে অস্ত্রসহ মিয়ানমারের ৪ বিজিপি সদস্য আটক

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অস্ত্রসহ মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়লে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিপির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উঞ্চিপ্রাং সীমান্তের বাংলাদেশে সাদা পোশাকে অস্ত্রসহ চারজন ঢুকে পড়ে। সীমান্ত অতিক্রমের পর টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে টেকনাফের উঞ্চিপ্রাং বিওপিওতে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্য। এদের মধ্যে স্থানীয় বিজিপি কমান্ডার লে. সোং ওয়ে রয়েছেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর সোমবার সন্ধ্যায় টেকনাফ সীমান্তে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে আটক ৪ জন বিজিপি সদস্যকে অস্ত্রসহ মিয়ানমার কর্তৃপক্ষের কাছের হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত জানাননি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে