মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮, ১০:৩৮:৫৭

মিয়ানমার সেনাবাহিনীর দফায় দফায় ফাঁকা গুলি বর্ষণ, প্রতিরোধে প্রস্তুত বিজিবি

মিয়ানমার সেনাবাহিনীর দফায় দফায় ফাঁকা গুলি বর্ষণ, প্রতিরোধে প্রস্তুত বিজিবি

নিউজ ডেস্ক: বাংলাদেশ-মিয়ানমারের ২০৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ৫২ কিলোমিটারই নাফ নদী। ১৬ কিলোমিটার উখিয়া। সীমান্তের বাকি অংশ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গে। যার দৈর্ঘ্য ১৫০ কিলোমিটারেরও বেশি। এর মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ সীমান্ত হচ্ছে ঘুমঘুম ও তমব্রু সীমান্ত।
 
খুব কাছে হওয়ায় এখানকার সীমান্ত এলাকায় প্রায়ই অংশ নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এর বাইরে তমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নিয়ে আছে সাড়ে ছয় হাজার রোহিঙ্গা। এ অবস্থায় চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ৩ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, 'আমাদের একদম কাছে, পায়ে হেটে যাওয়া যায়। কোন প্রকার যানবাহনের প্রয়োজনের হয় না। এর ফলে এখানকার মানুষ বেশি আতঙ্কিত হচ্ছেন'।

গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় ফাঁকা গুলি বর্ষণ। মাইকিং করে রোহিঙ্গাদের সরে যাওয়ার নির্দেশ এবং সৈন্য সমাবেশের মত উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনীরা। এর প্রেক্ষিতে মিয়ানমার সেনাবাহিনীকে প্রতিরোধের পাশাপাশি পর্যবেক্ষণের জন্য তমব্রু সীমান্তে আরও বিজিবি সক্ষমতা বাড়ানো দরকার বলে মত দেন এই নিরাপত্তা বিশ্লেষক।

লে.কর্নেল (অব) ফোরকান আহমদে বলেন, 'সীমান্তে বিভিন্ন পোস্ট বৃদ্ধি করা উচিত। যাতায়াতের ব্যবস্থা করা উচিত। এছাড়াও এখানে কোন প্রকার সমস্যা হলেই যেন দ্রুতই ব্যবস্থা নেয়া যায় সেই ব্যবস্থা নিতে হবে।'

এদিকে মিনায়মার সেনাবাহিনীদেরকে পর্যবেক্ষণের জন্য তমব্রু সীমান্তে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। স্থাপন করা হয়েছে সীমান্ত বাতি। সক্ষমতা বাড়াতে আরও বেশ কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক।

৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মঞ্জুরুল আহসান খান বলেন, 'আমরা সিসিটিভির সহযোগিতা নিচ্ছি। সেই সঙ্গে আমাদের আরও কিছু সিস্টেম আছে, সেই সহযোগিতাও নিচ্ছি। এছাড়াও আমাদের ইন্টিলিজেন্সি কিছু কার্যক্রম আছে, সেইগুলো আমরা নিজেরা করে থাকি।'

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩ নম্বর ঘুম ঘুম ইউনিয়নে সীমান্তে রয়েছে ৬৫ কিলোমিটার। আর এখানকার জনসংখ্যা প্রায় ১৫০০ হাজার।

বাংলাদেশে পররাষ্ট্রনীতিতে প্রতিবেশি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কথা বলা হয়েছে। কিন্তু তারা অতিরঞ্জিত আচরণের করলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে