শনিবার, ১৭ মার্চ, ২০১৮, ০৭:৫৭:২২

পলাশে দেড় হাজার শিক্ষকের মধ্যে বই বিতরণ

পলাশে দেড় হাজার শিক্ষকের মধ্যে বই বিতরণ

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার প্রায় দেড় হাজার শিক্ষকের মধ্যে বই বিরতণ করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে বই বিতলণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ কামরুল আশরাফ খান পোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান, ইম্প্রা কনসাল্টিং ইন্টারন্যাশনাল ইউএসএ প্রতিষ্ঠাতা মুনির হাসান খান,  ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাফিনা রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব কবির, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার, সানের বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নাসরিন সুলতানা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, ‘আজকের শিশুদের মধ্যে জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ধারনা দিতে হলে শিক্ষকদের আগে বঙ্গবন্ধু সম্পর্কে সু-স্পষ্ট ধারনা থাকতে হবে। যা অনেক শিক্ষকেরই নাই। তাই শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে সু-স্পষ্ট ধারনা তৈরি করার লক্ষ্যেই প্রথমত শিক্ষকদের মাঝে “বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী” গ্রন্থটি বিতরণ করা হয়েছে।’
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক স্থানীয় সাংসদ কামরুল আশরাফ খান পোটন বলেন, ‘যে নেতার নেতৃত্বে দেশের ক্রান্তিকালে এ দেশের মানুষ সমবেত হয়ে যুদ্ধ ঝাপেিয় পড়েছিলেন এবং দেশকে শত্রু মুক্ত করেছিলেন। সেই মহান নেতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে সু-স্পষ্ট ধারনা আজকের শিশুদের মধ্যে নেই বললেই চলে। তাই এই শিশুদের মাঝে সঠিক ধারনা, সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার জন্যই শিক্ষকদের মাঝে এই বইটি বিতরণ করা হয়। কারন শিশুদের পড়াতে হলে আগে শিক্ষকদের জানতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে