মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ০৪:৫৪:৩৬

জুনেই শেষ হবে পলাশের ২য় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ

জুনেই শেষ হবে পলাশের ২য় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশের চরসিন্দুরে শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন ২য় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময়েই শেষ হচ্ছে। দ্রুত এগিয়ে চলছে নির্মাণ কাজ। চলতি বছরের জুলাই মাসেই এ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম জানান। তিনি বলেন, ইতি মধ্যে সেতুটির ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে। দুমাসের মধ্যেই মূল সেতুর কাজ শেষ হবে।

দুপাশের এপ্রোচ সড়কের কাজ ও জুনের মধ্যে শেষ হয়ে যাবে। মূল সেতু আর দুপাশের এপ্রোচ সড়কের  কাজ এখন পুরোদমে চলছে। ২০১৬ সালের ২৪ এপ্রিলে এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির নির্মাণ কাজের সময়সীমা নির্ধারন করা হয় ২ বছর  ৪ মাস। প্রথম দিকে নির্মাণ কাজ মন্থর গতিতে চললেও পরে দ্রুত কাজ করাতে চলতি বছরের জুনেই  সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সেতুটির দৈর্ঘ্য ৫শ ১০ দশমিক ৪০২ মিটার ও প্রস্ত ১০ দশমিক ২৫ মিটার। ৬২ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার টাকা ব্যায়ে নির্মাণাধীন এই সেতুর স্প্যানের সংখ্যা ১১টি।

সংযোগ সড়কের দৈর্ঘ্য হবে পূর্ব প্রান্তে ৫শ ৮৭ মিটার ও পশ্চিম প্রান্তে ১ কিলোমিটার। দেশীয় জনজেভি কোম্পানি এ সেতুর ঠিকাদার। নরসিংদীর সড়ক ও জনপদ বিভাগের নিজেস্ব প্রযুক্তি, নকশা এবং সার্বিক তত্তাবধানে এ সেতুটি নির্মাণ হচ্ছে। সেতুটি নির্মিত হলে দেশের পূর্বাঞ্চালসহ উত্তর- পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। উত্তরাঞ্চলের সাথে ১৫ থেকে ১৬টি জেলার সাথে সিলেট ও চট্রগ্রাম বিভাগের সকল জেলার যোগাযোগ ও রপ্তানিযোগ্য পণ্য পরিবহনের পথ সহজতর হয়ে উঠবে।

তা ছাড়া চট্রগ্রাম মহা-সড়কের কাচপুরের যানজট বহুলাংশে কমে যাবে। এদিকে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জানান, সেতুটির নির্মাণ কাজ বর্তমান সরকারের ও নরসিংদী -২ পলাশ নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ¦ কামরুল আশরাফ খান পোটন সাহেবের একটি যুগান্তকারী উদ্দ্যোগ। নরসিংদীর পলাশের চরসিন্দুরে এবং গাজীপুরের কালিগঞ্জের মুক্তারপুরের একতা মোড় নামক এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর এই সেতু নির্মিত হচ্ছে।
এমটি নিউজ/প্রতিনিধি/এপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে