শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ০৮:২১:৪৮

টাঙ্গাইলে বিএনপি ২, আওয়ামী লীগ ১

টাঙ্গাইলে বিএনপি ২, আওয়ামী লীগ ১

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুর-এ-আলম সিদ্দিকী (নৌকা)। কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসমত আলী নেতা। এছাড়া টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মাজেদুর রহমান (ধানের শীষ)।

ঘাটাইলের ছয়টি ইউনিয়নের মধ্যে সংগ্রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুর রহিম (নৌকা), সন্ধানপুর ইউনিয়নে বিএনপি’র শহিদুল ইসলাম শহীদ (ধানের শীষ), রসুলপুর ইউনিয়নে এমপি রানার অনুসারী স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক সরকার, লক্ষিন্দর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একাব্বর আলী, ধলাপাড়া ইউনিয়নে বিএনপি’র এজহারুল ইসলাম ভূইয়া মিঠু (ধানের শীষ)।

এছাড়া সাগরদীঘি ইউনিয়নে সহিংসতায় একজন নিহত হওয়ার কারণে একটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এজন্য এ ইউনিয়নের কোনো ফলাফল পাওয়া যায়নি।

ধানের শীষ নিয়ে স্বামীর পদে জিতেছেন মর্জিনা

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বগুড়ার কাহালু উপজেলার মালন্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ধানের শীষ নিয়ে জিতেছেন গৃহবধূ মর্জিনা বেগম। তার স্বামী বিএনপি নেতা আব্দুল মোত্তালেব মন্ডলের মৃত্যুতে বৃহস্পতিবার এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কাহালু উপজেলায় কোন নারী চেয়ারম্যান প্রার্থীর বিজয় এটাই প্রথম। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে পেয়েছেন ৮ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম ছিলেন আওয়ামী লীগ প্রার্থী মালঞ্চা ইউপির সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল হাকিম (নৌকা) ৭ হাজার ৩১৬ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন মুকুল (আনারস) ৮৬২ ভোট ও আ’লীগ নেতা আব্দুল জোব্বার মুন্সি (মোটর সাইকেল) পেয়েছেন ৭৯ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ১০ টি কেন্দ্র’র ৬২ টি বুথে ২২ হাজার ৬৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬ হাজার ৯৮৭ জন। কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে বড় কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কলমা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে নৌকার পক্ষ থেকে ভোটারদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এ খবর ম্যাজিষ্ট্রেটের নেতত্বাধীন মোবাইল কোর্ট পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ঘুরে শান্তি পূর্ণ পরিবেশ দেখা গেছে। কিছু কেন্দ্রে নৌকার সমর্থকরা অনিয়ম করার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা তা ভন্ডুল করে দেন।

সর্বশেষ ২০১৬ সালের ২৮ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি প্রার্থী আব্দুল মোত্তালেব ৬ হাজার ৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামীলীগ প্রার্থী মালঞ্চা ইউপির সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল হাকিম পান ৫ হাজার ৬১ ভোট এবং জামায়াত সমর্থিত আব্দুল গণি প্রামাণিক ৫ হাজার ৮১ ভোট পেয়ে তৃতীয় হন। তবে উপনির্বাচনে জামায়াতের কোনো প্রার্থী ছিল না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে