সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮, ০৩:৫০:৪৯

হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেয়া হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে

হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেয়া হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে

কুমিল্লা থেকে : হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেয়া হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে এমনই এক অভিযোগ পাওয়া গিয়েছে। ফিনান্স ১ম ব্যাচের বিবিএ শেষ সেমিস্টার এর ম্যানেজমেন্ট কোর্সের ক্লাসে এ ঘটনা ঘটে।

গেস্ট টিচার হিসেবে ক্লাস নিতে যাওয়া ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল আলামিন এ ঘটনা ঘটান। ফিনান্স বিভাগের চেয়ারম্যান এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, বিভাগে বিষয়টা মিমাংসার চেষ্টা চলছে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক সাইদুল আলামিন বলেন, ব্যাপারটা বের করে দেয়া এমন নয়। আমি তাকে বলছি অনুমতি নিয়ে আসতে। কারন না দেখলে আমি কিভাবে বুঝব সে আমার স্টুডেন্ট কিনা।

জানা গেছে, ফিনান্স ১ম ব্যাচের (ভার্সিটি ৮ম ব্যাচ) ছাত্রীকে হিজাব পরার ফলে ক্লাস করতে পারবে না বলে জানান। এক পর্যায়ে তিনি মেয়েটিকে ক্লাস থেকে বের করে দিয়ে বলেন, আমার ক্লাসে কোন হিজাব চলবে না। হিজাব নিয়ে ক্লাস করতে হলে বিভাগের চেয়ারম্যানের অনুমতি লাগবে।

পরবর্তিতে মেয়েটি বিভাগের চেয়ারম্যান এমদাদুল হকের কাছে গেলে তিনি বলেন, আমি মৌখিক অনুমতি দিতে পারবো, লিখিত কোন অনুমতি দেয়া আমার পক্ষে সম্ভব নয়। মেয়েটি পুনরায় ক্লাসে গেলে শিক্ষক সাইদুল আলামিন তাকে ঢুকতে দেননি। লিখিত অনুমতি ছাড়া তার ক্লাসে হিজাব পরে ক্লাস করা যাবে না সাফ জানিয়ে দেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে