রবিবার, ২২ এপ্রিল, ২০১৮, ০৩:২৮:১৮

নাটোরে মাদ্রাসা থেকে পায়ে শিকল বাঁধা শিশু উদ্ধার

নাটোরে মাদ্রাসা থেকে পায়ে শিকল বাঁধা শিশু উদ্ধার

নাটোর: নাটোরের গুরুদাসপুরে একটি মাদ্রাসা থেকে শিকল পরা অবস্থায় জিম নামে এক শিশুকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শিশুকন্যা জিম (১০) উপজেলার কাছিকাটা গ্রামের মৃত আয়নুল হকের মেয়ে। সে নূরে মদিনা হাফেজিয়া কওমি মাদ্রাসার ছাত্রী।

শিশুটির মা সাবিনা বেগম জানান, জিমকে স্থানীয় পাঁচশিলা নূরে মদিনা হাফেজিয়া কওমি মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেন। সেখানে আবাসিক ছাত্রী হিসেবে থাকাবস্থায় দুই-তিনবার সে পালিয়ে বাড়ি চলে আসে। এ কারণে মাওলানা সাহেবের সঙ্গে অলোচনা করে তাকে রাতে চৌকিতে শিকল দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত হয়। এ অবস্থায় গত শুক্রবার রাতে শিকল খুলে সে পালিয়ে যায়।

মাদ্রাসার পরিচালক পিয়ারুল ইসলাম জানান, মেয়েটিকে লেখাপড়া করানোর স্বার্থেই জিমের মায়ের অনুমতিক্রমে এ ব্যবস্থা নেয়া হয়েছিল।

গুরুদাসপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, মেয়েটি মাদ্রাসা থেকে পালিয়ে চাচকৈড় বাজার এলাকায় এসে কান্না শুরু করে। পরে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়। এর পর সে অপহরণ হয়েছে বলে পুলিশকে বিভ্রান্ত করে।

পরে আসল ঘটনা জানার পর শিশুটিকে তার আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে