সোমবার, ১৪ মে, ২০১৮, ০১:১১:১৬

কোটা সংস্কার আন্দোলনে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বাস চলাচল বন্ধ

কোটা সংস্কার আন্দোলনে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে সারাদেশের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চলছে ছাত্র ধর্মঘট। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনসহ বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদ কর্তৃক সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস, পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।

সোমবার (১৪ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি। আন্দোলনকারীরা ক্লাস পরীক্ষা বর্জন করে সকালে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে বিশ্ববিদ্যালয় বাসগুলো কোন রুটে ছেড়ে যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় পর্দাথ বিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের রাবি শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোরশেদুল আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের ক্যাম্পাসে সুষ্ঠুভাবে ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে। আজ কোন বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে জানান তিনি।

বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের পরিচালক ড. এফ এম আলী হায়দারকে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংসদে কোটা পদ্ধতি বাতিলের ঘোষনা দেন। পরে সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের নেতাদের সাথে কয়েকবার আলোচনা হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে ৭ মে’র মধ্যে পজ্ঞাপন জারি করা হবে। কিন্তু সেটি না হওয়ার পেক্ষিতে তারা আবার আন্দোলনের ডাক দেয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে