সোমবার, ১৪ মে, ২০১৮, ০৬:৪১:১৭

কুমিল্লার দাউদকান্দিতে ৩০ কিলোমিটার যানজট

কুমিল্লার দাউদকান্দিতে ৩০ কিলোমিটার যানজট

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার ভোর থেকে ইলিয়টগঞ্জের দাউদকান্দির গোমতী সেতুর টোল প্লাজা পর্যন্ত ওই যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মহাসড়কে আটকা পড়েছে অনেক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, গত তিন দিন ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামের কুমিরা পর্যন্ত অন্তত ৮০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কের দাউদকান্দি অংশে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ অনেক কম ছিল।

তবে সোমবার ভোর থেকে মহাসড়কের কুমিল্লা যানবাহনের চাপ বাড়তে থাকে। এ ছাড়া দাউদকান্দি টোল প্লাজা এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে ঢাকামুখী পণ্যবাহী যানবাহনে ওজন নিয়ন্ত্রণ পরীক্ষার নামে চাঁদাবাজির কারণে ঢাকামুখী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

রাঙামাটি থেকে ঢাকাগামী ট্রাক কাঠ বহনকারী ট্রাকচালক আমির হোসেন বলেন, গত দুই দিন ফেনীতে যানজটে আটকে থেকে কুমিল্লা অংশে এসেও একই অবস্থা। সোমবার সকাল পর্যন্ত দাউদকান্দির রায়পুরে যানজটে আটকে আছি।

বন মন্ত্রণালয়ের পিকআপচালক নুরুল ইসলাম জানান, ৪ ঘণ্টা দাউদকান্দির আমিরাবাদ যানজটে আটকে আছি। এ কথা তো অফিসকে জানাইলেও বিশ্বাস করছে না।

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গত তিন দিন ধরে দাউদকান্দিতে বড় ধরনের কোনো যানজট ছিল না। সোমবার ভোর থেকে কিছুটা যানজট থাকলেও তা স্থায়ী হচ্ছে না। মহাসড়কে যানবাহনের গতি অনেক কম, তাই যানজটের সৃষ্টি হচ্ছে। 
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে