বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮, ০৫:৪৪:২৪

হঠাৎ আঘাত হেনেছে টর্নেডো, লণ্ডভণ্ড চট্টগ্রাম...

হঠাৎ আঘাত হেনেছে টর্নেডো, লণ্ডভণ্ড চট্টগ্রাম...

চট্টগ্রাম: বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে হঠাৎ আঘাত হেনেছে টর্নেডো, লণ্ডভণ্ড চট্টগ্রাম বন্দরের শেড। ত্রিশ সেকেন্ডের একটি শক্তিশালী টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে যায় চট্টগ্রাম বন্দরের শেড ও কন্টেইনার। এতে জেটিতে বাঁধা রাখা একটি জাহাজ দড়ি ছিঁড়ে মাঝনদীতে চলে গেছে। এলোমেলোভাবে পড়ে গেছে বন্দরের অভ্যন্তরের সিসিটি ইয়ার্ডের ওপর রাখা অর্ধশতাধিক পণ্যভর্তি ও খালি কন্টেইনার।

৯, ১২ ও ১৩ নম্বর শেডের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। টর্নেডোর কবলে ওসব শেডে কর্মরত অন্তত ১০জন শ্রমিক আহত হন। সবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক গোলাম মো. সারওয়ারুল ইসলাম বলেন— টর্নেডোটি বেশিক্ষণ ছিল না। এর স্থায়ীত্ব ছিল প্রায় ত্রিশ সেকেন্ড। এর মধ্যে বন্দরের সিসিটি ইয়ার্ড এলাকায় আঘাত হানে। এতে বেশ কিছু পণ্যভর্তি ও খালি কন্টেইনার এলোমেলোভাবে পড়ে যায়। জেটিতে অবস্থানরত একটি কনটেইনারবাহী জাহাজের দড়ি ছিঁড়ে ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে বন্দরের বাহিরে চলে গেছে। কিছু শেড ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি আরও জানান, টর্নেডো শেষ হওয়ার পর পরই জাহাজটি এনে আবার জেটিতে ভেড়ানো হয়েছে। শুরু করা হয়েছে উদ্ধার কার্যক্রম। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে