রবিবার, ১৭ জুন, ২০১৮, ১১:৪১:১৮

এইমাত্র পাওয়া খবর: ভেঙ্গে গেছে শহর রক্ষা বাঁধ, শহরের দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে পানি

এইমাত্র পাওয়া খবর:  ভেঙ্গে গেছে শহর রক্ষা বাঁধ, শহরের দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে পানি

মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার মনু নদের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পুরো এলাকা। গতকাল ঈদের দিন শনিবার দিবাগত রাত ২টার দিকে শহরতলীর বারইকোনা এলাকায় এই বাঁধে ভাঙন দেখা দেয়। এ ঘটনায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মনু নদের পানি শহরতলীর বড়হাট এলাকা ছাড়িয়ে শহরের দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধ ভাঙার মাত্র দেড় ঘণ্টা পর পানি শহরের কুসুমবাগ রহমান ফিলিং স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে। প্লাবিত হচ্ছে পৌরসভার বড়হাট ছাড়াও কুসুমবাগ, বড়কাপন ও যোগীডর এবং সদর উপজেলার হিলালপুর ও শেখেরগাওঁ। পানি ক্রমাগত বাড়তে থাকায় মূল শহর ডুবে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে মূল শহর প্লাবিত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এলাকার অধিবাসীদের আতংক তাতে কাটেনি।

এছাড়া জেলার দূর্লভপুর, ঘরুয়া, বাহারমর্দন, সমপাশি, ভুজবল, খিদুর, দ্বারক, পাগুলিয়া, মোস্তফাপুর এলাকা ও তার আশপাশের এলাকাও এই ঘটনায় প্লাবিত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব এলাকার অধিবাসীদের সতর্ক থাকার অনুরোধ করেছেন।

মৌলভীবাজার পাউবো নির্বাহী প্রকৌশলী রণেদ্র শংকর চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, তিনদিন ধরে বিপদসীমার ওপরে পানি থাকায় বাঁধ ফেটে বেশ বড় জায়গাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। সেনাবাহিনীর সাহায্য নিয়ে পাউবো পানি আটকানোর চেষ্টা করেছে জানিয়ে তিনি বলেন, স্রোতের বেগ বেশি হওয়ায় বস্তা ফেলেও তা আটকানো যায়নি।

তবে দূর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য ভাঙনকবলিত এলাকায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মীরা প্রস্তুত আছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে