শুক্রবার, ০৬ জুলাই, ২০১৮, ১০:০৫:৫৯

জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো নবজাতকের কান্না! অতঃপর..

জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো নবজাতকের কান্না! অতঃপর..

পিরোজপুর:  পিরোজপুর-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা কান্নার সূত্র ধরে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা ওই শিশুটিকে পিরোজপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মহাসড়কের পথ ধরে কোহিনুর বেগম নামে এক পথচারী যাচ্ছিলেন। এসময় তিনি ব্রিজের কাছে গেলে জঙ্গলের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। কান্না শুনে তিনি কাছে গেলে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখে কোলে তুলে নেন। এসময় কোহিনুর ওই পাশ দিয়ে যাওয়া আরও দুই-একজন পথচারীকে ডেকে আনেন। পরে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের চিকিৎসক সাকিল সরোয়ার  জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটির বয়স দুই থেকে তিন দিন হতে পারে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে