শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮, ০১:২১:৩২

সৌদিতে প্রবাসী শ্রমিকদের জন্য দারুণ সুখবর!

সৌদিতে প্রবাসী শ্রমিকদের জন্য দারুণ সুখবর!

প্রবাস ডেস্ক:  সৌদিতে প্রবাসী শ্রমিকদের নতুন করে কোনো ট্যাক্স দিতে হবে না বলে নিশ্চিত করেছে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএলএসডি)। মন্ত্রণালয়ের দাবি সামাজিক মাধ্যমে এ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। প্রবাসী শ্রমিকদের মাসিক বেতন ৩ হাজার সৌদি রিয়ালের বেশি হলেই তাদের ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে বলে যে খবর ছড়িয়েছে তা সত্য নয় বলে উল্লেখ করা হয়েছে। খবর সৌদি গ্যাজেট।

কিছুদিন আগেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে জানানো হয়েছে যে, ২০১৮ সাল থেকে মূল্য সংযোজন কর ধার্য করা হবে।

প্রথমবারের মতো বিভিন্ন পণ্যে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে সবাইকে। তেলের দাম কমছে গত কয়েক বছর ধরেই। তার সাথে কমছে তেলের উৎপাদনও। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাই আগের মতো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে নাগরিকদের। সৌদি ও আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও ভবিষ্যতে এ পথে হাঁটার পরিকল্পনা করছে।

ফেডারেল ট্যাক্স অথরিটির নতুন কর পদ্ধতির আওতায় আরও পণ্য ও সেবার উপর ভ্যাট ও ট্যাক্স জারি হচ্ছে। যেসব ব্যবসায় তিন লাখ পঁচাত্তর হাজার দিরহাম বা তার বেশি আয় হবে সে সব প্রতিষ্ঠানকে ভ্যাট এর আওতায় আনা হচ্ছে।

তবে প্রবাসী শ্রমিকরা এই ট্যাক্সের আওতায় থাকছেন না। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খইল বলেছেন, এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। বিদেশি শ্রমিকদের ওপর নতুন ট্যাক্স আরোপের কোনো ইচ্ছাই আমাদের নেই।

প্রবাসীদের নিয়োগ এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ৬০টি চাকরির ক্ষেত্র বাতিল করা হচ্ছে বলেও যে সব খবর বেড়িয়েছে তা ভুল। আবা আল খইল জানিয়েছেন, মাত্র ১৯টি চাকরির ক্ষেত্র সীমিত করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে