শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮, ০১:৪৫:৫৫

গফরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী পেল সেরা মেধাবী পুরস্কার

গফরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী পেল সেরা মেধাবী পুরস্কার

গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল জামিল জাতীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ‘বছরের সেরা মেধাবী’ পুরস্কার অর্জন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ প্রতিযোগীতার আয়োজন করে।

জামিল উপজেলার বামনখালী গ্রামের ডা. আমানত উল্লাহ ও মৃত রাফেজা খানমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে জামিল সবার ছোট। গত রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আব্দুল্লাহ আল জামিল সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বছরের সেরা মেধাবী পুরস্কারের সনদপত্র ও মেডেল গ্রহণ করে।

জামিলের পিতা ডা. আমানত উল্লাহ বলেন, আমার ছেলে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বছরের সেবা মেধাবী পুরস্কার নিয়েছে এটা খুবই গৌরবের বিষয়। সবাই ওর জন্য দোয়া করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে