সোমবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৮:০৭

কাপাসিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

কাপাসিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বসতবাড়িতে অগ্নিকান্ডে ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার তরগাঁও (উত্তরপাড়া) এলাকার হাবিবুর রহমান হিরুর বসত বাড়িতে । এলাকাবাসী প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, মালামাল ও পশু পাখি পুড়ে ছাই হয়ে গেছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের অফিসার জাকারিয়া হোসেন জানান, কালিয়াকৈর আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের গাড়ি চালক হাবিবুর রহামান হিরু ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক। আগুন লাগার পর প্রথমে তার বোন আসমা বেগম বসতবাড়ির চাল দিয়ে ধোঁয়া বের হতে দেখে। আগুনে ঘরে থাকা মালামাল ও মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই গেছে। খবর পেয়ে নরসিংদীর মনোহরদী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে রাত সাড়ে ৯টায় আগুন নেভায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। হাবিবুরের বোন আসমা বেগম বসতবাড়িতে আগুন লাগায় ভয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা সম্ভব হয়নি।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকছুদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে