মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩০:৪৫

চলন্ত ট্রাকে আগুন!

চলন্ত ট্রাকে আগুন!

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সদর বাজারে সোমবার রাতে একটি চলন্ত ট্রাকে আগুন ধরে যায়। এই সময় বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জের আদমজী থেকে একটি ট্রাক তুলা নিয়ে আড়াইহাজারের বগাদী যাচ্ছিল। পথে ট্রাকটি আড়াইহাজার বাজারে আসলে হঠাৎ ট্রাকের মধ্যে আগুন জ্বলতে থাকে। এই সময় বাজারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি ট্রাক চালক টের পায়নি। বাজারের লোকজনের চিৎকারে চালক ট্রাক থামায়। এক পর্যায়ে চালক ট্রাকটি থামিয়ে কৌশলে আবার বাজারের শেষে প্রান্তে কলেজ পাড়ে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ঢাকা- আড়াইহাজার সড়ক তিন ঘণ্টা বন্ধ ছিল।

ট্রাকের মালিক নুর ইসলাম জানান, গাড়িতে থাকা সব তুলা এবং গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তবে ট্রাকের বডি ক্ষতি হয়নি।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, কীভাবে আগুন লাগছে তা নিয়ে তদন্ত চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে