বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৭:০১

এইমাত্র পাওয়া, মেঘনায় যাত্রীবাহী একটি লঞ্চে আগুন

এইমাত্র পাওয়া, মেঘনায় যাত্রীবাহী একটি লঞ্চে আগুন

নিউজ ডেস্ক: মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চাঁদপুরের সদর উপজেলায় এ ঘটনা ঘটে ।

বৃহস্পতিবার সকাল ৯টা ২৮ মিনিটে মেঘনা-ডাকাতিয়া মোহনার টার্মিনালে রফরফ-২ নামে ওই লঞ্চে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছেন। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকার উদ্দেশে ওই লঞ্চে ওঠা যাত্রী শিমুল জানান, ৯টা ২৮ মিনিটের দিকে ২০০ যাত্রী নিয়ে লঞ্চটি ছাড়ার পরই ইঞ্জিন রুমের পাশে তেলের ড্রামে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে চাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে লঞ্চ থেকে নামার চেষ্টা করেন। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ওই যাত্রীরা ঈগল-৭ এ নিজস্ব গন্তেব্যের উদ্দেশে রওনা দেন।-যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে