রবিবার, ০৭ অক্টোবর, ২০১৮, ০৫:১১:১০

১০ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা

১০ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা

নরসিংদী: নরসিংদীর পলাশে বর্তমান সরকারের বিগত বছরের নানামূখী উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ জনগণের মধ্যে তুলে ধরার লক্ষ্যে ১০ হাজার মোটরসাইকেল নিয়ে স্থানীয় সাংসদ কামরুল আশরাফ খান পোটন এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উন্নয়ন র‌্যালি করেন।

শনিবার সকালে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার অংশ হিসেবে পলাশে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পীর নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী এই র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

র‌্যালিটি পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু করে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পলাশ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় এসে শেষ হয়। 

র‌্যালিতে স্থানীয় সাংসদ কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল মোমেন সরকার, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশার পৌর মেয়র শরিফুল হক, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুদজ্জামান ভূইয়া, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ডাংগা ইউপি চেয়ারম্যান সারে উল হাই, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবীর মৃধা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মোজাহিদ হোসেন তুষার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ রাজন আহমেদসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী বলেন, 'বর্তমান সরকার ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত সারা দেশে একযোগে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার আয়োজন করেছেন। আমরা সরকারের প্রতিনিধি হিসেবে এই উন্নয়ন মেলার অংশ হিসেবে পলাশের সাধারণ জনগণের মধ্যে সরকারের উন্নয়ন প্রচারের স্বার্থে এই উন্নয়ন র‌্যালির আয়োজন করা হয়েছে।'-কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে