শনিবার, ০১ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৫:৫৪

একযোগে জাপা নেতাদের পদত্যাগের ঘোষণা

একযোগে জাপা নেতাদের পদত্যাগের ঘোষণা

রাজশাহী : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছেন দলটির নগর সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু।

এ আসনে বাচ্চুকে মহাজোটের প্রার্থী করা না হলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় জাতীয় পার্টির নেতারা। শনিবার দুপুরে নগরীর সিটি বাইপাস মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- নগর জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী-৩ আসনে কাজ করছেন শাহাবুদ্দিন বাচ্চু। এই এলাকায় জাতীয় পার্টির অবস্থান ভালো।

জাতীয় পার্টি জোটের কাছে এ আসটি দাবি করেছিল। কিন্তু আওয়ামী লীগ এ আসন থেকে বর্তমান সংসদ সদস্য আয়েন উদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছে। ফলে শাহাবুদ্দিন বাচ্চুর জোটের প্রার্থিতা অনিশ্চিত। জাতীয় পার্টি এ আসনটি
না পেলে আমরা গণপদত্যাগ করব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুব সংহতির সভাপতি ওয়াশিউর রহমান দোলন ও সাধারণ সম্পাদক এসারুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন এমপি বলেন, দশম সংসদ নির্বাচনে শাহাবুদ্দিন বাচ্চু আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। সেবার তিনি জামানত হারিয়েছেন। এবার আমি মহাজোটের চূড়ান্ত প্রার্থী। সবার সঙ্গে সমন্বয় করে নির্বাচনের মাঠ গুছিয়ে নিচ্ছি। মনোনয়নপত্র দাখিলের সময় জাপার নেতারাও ছিলেন। এখন এসব দাবি তোলা পুরোপুরি অযৌক্তিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে