শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৫:০৬

পার্বত্য জেলা পরিষদ বৃত্তি’১৫ পরীক্ষা সম্পন্ন

পার্বত্য জেলা পরিষদ বৃত্তি’১৫ পরীক্ষা সম্পন্ন

মোঃ মিনহাজুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পার্বত্য জেলা পরিষদ বৃত্তি’১৫ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পানছড়ি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৭তম শ্রেণী ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহজাহান মিয়া জানান, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৭ম শ্রেণির পরিক্ষার্থীর সংখ্যা ছিল ২৬৮জন। এতে অংশ নেয় ২৩৬জন। অনুপস্থিত ছিল ৩২জন। অপর দিকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন জানান, পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৩২৯জন। এতে অংশ নেয় ৩০৩জন। অনুপস্থিত ছিল ২৬জন। তারা জানান, ৫টি বিষয়ের উপর তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০। খুব সুন্দর ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও তারা জানান। কেন্দ্র সমুহে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল বলে নিশ্চিত করেছেন পানছড়ি থানার দায়িত্বরত কর্মকর্তা এস.আই মো: আরিফুর রহমান। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে