বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০১:৪৫:২২

বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬ উদ্যাপন

বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬ উদ্যাপন

মো: সাজ্জাদ হাসান আল তারিক সবুজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : “দুর্যোগে পাবো না ভয় দুর্যোগকে আমরা করবো জয়” এই প্রতিপাদ্যকে নিয়ে বোদায় পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬ ।

দিবসটি উপলক্ষ্যে  উপজেলা প্রশাসন বোদা এর আয়োজনে আজ সকাল ১১.০০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  বোদা  পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে  শেষ হয়।  সেখানে  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বোদা কর্তৃক অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। র‌্যালী ও অগ্নি নির্বাপন মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, বোদা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা  পাইলট মডেল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক জামিউল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, নগরকুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেআরা বেগম প্রমুখ। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে