বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৯:৪৪:১৯

এত অত্যাচার আল্লাহ সহ্য করবেন না : এরশাদ

এত অত্যাচার আল্লাহ সহ্য করবেন না : এরশাদ

পটুয়াখালী: সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এখন কথা বললেই গুম-খুন হতে হয়।  জীবনের নিরাপত্তা নেই।  সাধারণ মানুষ বাঁচার নিরাপত্তা চায়।  এত অত্যাচার আল্লাহ সহ্য করবেন না।

২০ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির বিষয়ে এরশাদ বলেন, ব্যাংকের ৩৫ হাজার কোটি টাকা লুট হয়েছে, বিচার হলো না।  দুশ' মেয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে, ৩৬ শিশু খুন হয়েছে- কোনো কিছুরই বিচার হয়নি।

জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে আবারো ন্যায় বিচারের সংস্কৃতি ফিরিয়ে আনবে মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টিই দেশের একমাত্র ভরসা দাবি করে পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপি আন্দোলনের নামে অনেক মানুষ পুড়িয়ে হত্যা করেছে।  এ কারণে সাধারণ মানুষ তাদের গ্রহণ করবে না।  দেশে জাতীয় পার্টিই এখন একমাত্র ভরসা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেন, বিএনপি জামায়াতকে উৎখাত করতে চাইলে জাপাকে শক্তিশালী করুন।  আমার পাশে দাঁড়ান।  কিন্তু ইউপি নির্বাচনে আমাকে কয়টি আসন দিয়েছেন?

জেলা পার্টির সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির  কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ ইফতেখার হাসানসহ কেন্দ্রীয় ও জেলা জাপার নেতারা।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রাজ্জক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক খায়রুল আলম মামুন।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন এরশাদ।
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে